prathomik-karjaboli-mcq-question-answers

প্রাথমিক কার্যাবলী MCQ প্রশ্নের উত্তর । একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার ভূগোল 

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার প্রদান করতে চলা শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে বিষয় হিসেবে প্রাথমিক কার্যাবলী MCQ প্রশ্নের উত্তর প্রদান করা হলো। শিক্ষার্থীরা একাদশ শ্রেণির ভূগোল প্রথম সেমিস্টার -এর অন্তর্ভুক্ত প্রাথমিক কার্যাবলী অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নের উত্তরগুলি পড়তে পারবে। একাদশ শ্রেণির ভূগোল প্রশ্নের উত্তর -গুলি অনুশীলনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

প্রাথমিক কার্যাবলী MCQ প্রশ্নের উত্তর । একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার ভূগোল : 

 

১) কৃষিকাজের মাধ্যমে যে ধরণের যন্ত্রশিল্পের বিকাশ ঘটেছে – ট্র্যাক্টর, হারভেস্টর শিল্প

২) কৃষিকাজের সর্বজনগ্রাহ্য সংজ্ঞা প্রদান করেছিলেন – জিমারম্যান 

৩) উত্তর-পূর্ব ভারতের ঝুম চাষ যে কৃষি পদ্ধতির অন্তর্গত – স্থানান্তর কৃষির 

৪) স্থানান্তর কৃষির জমির মালিকানা থাকে – যাযাবর আদিম উপজাতির 

৫) ভারতের ওডিশা ও অন্ধ্রপ্রদেশ রাজ্যের স্থানান্তর কৃষি যে নামে পরিচিত – পোডু 

৬) ভারতের কেরল রাজ্যের স্থানান্তর কৃষি যে নামে পরিচিত – পোনম 

৭) আন্দামান দ্বীপপুঞ্জের বনের ফলমূল ও মাছ শিকারি উপজাতিরা হল – জারোয়া ও সেন্টিনেলিস 

৮) গৃহপালিত পশুদের মধ্যে সবার আগে পোষ মানে – কুকুর 

৯) কুকুর পোষ মেনেছিল প্রথম যে দেশে – উত্তর-পূর্ব ইরাক 

১০) ঘোড়া পোষ মেনেছিল প্রথম যে দেশে – মধ্য এশিয়া 

১১) একটি ভারবাহী পশু হল – গাধা 

১২) ভারতে সবুজ বিপ্লবের প্রভাব যে ফসলের ওপর সর্বাধিক পড়ে – গম 

১৩) ভারতে ‘নীল বিপ্লব’ যে উৎপাদনের সাথে জড়িত – মাছ 

১৪) ভারতে ‘শ্বেত বিপ্লব’-এর জনক হলেন – ডঃ ভার্গিস কুরিয়েন 

১৫) ভারতে সবুজ বিপ্লবের প্রধান শর্তটি হল – উচ্চফলনশীল বীজ 

১৬) পাকিস্থানের উল্লেখযোগ্য কৃষিজ ফসল – তুলো

১৭) সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে ও পুরোনো যন্ত্রপাতির সাহায্যে পরিচালিত কৃষি প্রণালী হল – প্রথাগত কৃষি 

১৮) ‘Milkman of India’ হলেন – কুরিয়েন 

১৯) পৃথিবীর সবচেয়ে উন্নত কার্পাস চাষ হয় – মিশরে 

২০) ভারতের নতুন জাতীয় কৃষিনীতিকে বলা হয় – রামধনু বিপ্লব 

২১) প্রথম কফি গাছের সন্ধান পাওয়া যায় যে দেশে – ইথিওপিয়া 

২২) ভারতে সবুজ বিপ্লব ঘটে – ষাটের দশকে 

২৩) ভারতে শ্বেত বিপ্লব ঘটে – সত্তরের দশকে 

২৪) ভারতে নীল বিপ্লব ঘটে – সত্তরের দশকে 

২৫) ভারতীয় নীল বিপ্লবের জনক হলেন – ডঃ অরূপ কৃষ্ণান 

২৬) ভারতের গোলাপি বিপ্লবের জনক বলা হয় – ডঃ হীরালাল চৌধুরী

২৭) সর্বপ্রথম ‘সবুজবিপ্লব’ শব্দটি ব্যবহার করেন – উইলিয়াম এস গান্ড 

২৮) বিশ্বে দুধ উৎপাদনে প্রথম স্থানাধিকারী দেশটি হল – ভারত 

২৯) ব্রাজিলে সর্বাধিক আখ চাষ হয় দেশের – দক্ষিণাংশে 

৩০) উৎপন্ন ফসলের অধিকাংশ বাজারে বিক্রি হওয়ার জন্য ব্যাপক কৃষির অপর নাম – বাণিজ্যিক কৃষি 

৩১) নিবিড় জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষি ও বাণিজ্যিক কৃষির সমন্বয়ী রূপ হল – মিশ্র কৃষি 

৩২) যে অঞ্চলে অর্চার্ড ফার্মিং দেখা যায় – ভূমধ্যসাগরীয় অঞ্চলে 

৩৩) যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রি করার উদ্দেশ্যে ফুল, ফল, শাক-সবজির চাষ হয় – উদ্যান কৃষি 

৩৪) সারা বছর ফোটে এমন ফুলের চাষকে বলা হয় – ফ্লোরিকালচার 

৩৫) মৌসুমি জলবায়ু অঞ্চলে শীত ঋতুতে যে শষ্য চাষ হয় – রবি শস্য 

৩৬) যে মাটি তুলো চাষের পক্ষে আদর্শ – চুনমিশ্রিত কালো মাটি 

৩৭) উৎপাদিত ফসলের সবটাই যখন ভোগ করা হয় – জীবিকাসত্ত্বাভিত্তিক কৃষি 

৩৮) ‘রেটুন’ শব্দটি যে ফসলের সাথে সম্পর্কিত – আখ 

৩৯) ‘বলউইভিল পোকা’ যে চাষের ক্ষতি করে – কার্পাস 

৪০) যে দেশে তুলোকে ‘সাদা সোনা’ আখ্যা দেওয়া হয় – পাকিস্থান 

৪১) আখ চাষ যে মাটিতে ভালো হয় – চুন ও লবণ সম্মৃদ্ধ দোয়াঁশ মাটিতে 

৪২) আন্তর্জাতিক আখ গবেষণা কেন্দ্র অবস্থিত – কিউবাতে 

৪৩) ক্ষতিকারক কৃষি পদ্ধতি হল – স্থানান্তর কৃষি 

৪৪) আঙুর চাষের পোশাকি নাম – ভিটিকালচার 

৪৫) জনসংখ্যা ও জমির তারতম্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠা কৃষি ব্যবস্থাটি হল – প্রগাঢ় কৃষি 

৪৬) ট্রাক ফার্মিং কথাটি যে দেশে বহুল প্রচলিত তা হল – আমেরিকা যুক্তরাষ্ট্র 

৪৭) নিবিড় কৃষির প্রধান ফসল হল – ধান 

৪৮) মৌসুমি জলবায়ু অঞ্চলের কৃষি যে ধরণের কৃষির অন্তর্গত – আর্দ্র কৃষি 

৪৯) স্থানান্তর কৃষি ভারত ও বাংলাদেশে যে নামে পরিচিত – ঝুম 

৫০) ভারতে দুধ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে – উত্তরপ্রদেশ 

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

প্রাথমিক কার্যাবলী MCQ প্রশ্নের উত্তর

একাদশ শ্রেণির সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার ভূগোল প্রশ্নের উত্তর

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top