Subscribe to WBNOTES
আনন্দ সংবাদ! পশ্চিমবঙ্গের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষালয়ের (www.sikkhalaya.in) পক্ষ থেকে বাংলা বিষয়ের পাশাপাশি অন্যান্য বিষয়গুলির সহায়তা নিয়ে পথ চলা শুরু করেছে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটটি। এই ওয়েবসাইটে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত প্রভৃতি বিষয়ের নোট, সাজেশন, প্রশ্নপত্র, মক টেস্ট প্রভৃতি পরিষেবা প্রদান করা হচ্ছে। এছাড়াও রয়েছে আমাদের শিক্ষালয় অ্যাপ, যার মাধ্যমে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সকল বিষয়ের ভিডিও আলোচনা, PDF NOTE এবং অসংখ্য MOCK TEST প্রদানের সুযোগ করে দেওয়া হয়েছে। আমাদের ওয়েবসাইটের অধিকাংশ পরিষেবা সকল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে প্রদান করা হলেও, ওয়েবসাইটের প্রিমিয়াম PDF NOTE ও শিক্ষালয় অ্যাপের পরিষেবা গ্রহণ করতে আমাদের সাবস্ক্রিপশন গ্রহণ করতে হবে। এই পেজে সকল শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আমাদের বিবিধ শ্রেণির জন্য সাবস্ক্রিপশন লিঙ্ক Subscribe to WBNOTES প্রদান করা হলো।